আমাদের ভারত, ১০ জুলাই: বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা বিএমডব্লু পশ্চিমবঙ্গে লগ্নি করতে পারে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীর অন্যতম পরামর্শদাতা, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। এই আশ্বাসকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “এই ঢপ উনিশশো নব্বইয়ের দশক থেকে জ্যোতি বসু তার ইউরোপ বেড়াবার যুক্তি হিসাবে চালাত। তারপর বুদ্ধদেব ভট্টাচার্য ‘গুচ্চি’ সংস্থার নামে চালাবার চেষ্টা করেছিল। এখন সিপিএমের মেধাবী ছাত্রীর এক চটিচাটা বি এম ডব্লিউ-কে নিয়ে পড়েছে। আর বাঙালিরও পোড়াকপাল, এই সব নমুনাদের সহ্য করতে হচ্ছে।”
প্রসঙ্গত, জার্মানির মিউনিখে বি এম ডব্লিউ-এর কর্তাব্যক্তিদের সঙ্গে ৯ বছর আগে আলোচনার পর অমিতবাবু সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, “গাড়ি প্রস্তুতকারক ওই সংস্থা পশ্চিমবঙ্গে লগ্নি করতে আগ্রহী।” তাঁর সেই উক্তি এবং সাংবাদিক সম্মেলনের প্রকাশিত ছবি যুক্ত করে বৃহস্পতিবার তোপ দেগেছেন তথাগতবাবু। ওই সংস্থার ছিঁটেফোঁটা লগ্নি এ রাজ্যে হয়নি। হওয়ার সম্ভাবনাও নেই।