আমাদের ভারত, ৮ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গে
সংশোধনাগারে মহিলা বন্দিদের গর্ভধারণ এবং সন্তান প্রসব নিয়ে চিন্তা প্রকাশ করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। বিষয়টিতে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাহবা জানালেন বিজেপি-র সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট ও বোম্বে হাইকোর্টের নানা খবর সঙ্কলন করে ‘বার অ্যান্ড বেঞ্চ’। তাতে লেখা হয়েছে, “কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, জেলে থাকা অবস্থায় গর্ভবতী হচ্ছেন হেফাজতে থাকা মহিলা বন্দিরা। এ পর্যন্ত অন্তত ১৯৬টি শিশুর জন্ম হয়েছে বলে হাইকোর্টকে জানানো হয়েছে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ বলছে, বিষয়টি গুরুতর।”
এটি যুক্ত করে অমিতবাবু বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ভালো করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়।”