Amit Shah, Santals, সাঁওতালদের বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতি জানিয়ে বার্তা অমিত শাহর

আমাদের ভারত, ৩০ জুন: “সাহসী সাঁওতালদের বীরত্ব ও আত্মত্যাগের কাহিনী এখনও মেরুদণ্ডকে শীতল করে তোলে।” সোমবার এক্সবার্তায় এ কথা জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি লিখেছেন, “হুল ক্রান্তি’ ছিল আদিবাসী ভাই-বোনদের নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশের প্রথম সংগঠিত বিপ্লব, যেখানে সিধু-কানহু, চাঁদ-ভৈরবের মতো বীরদের পাশাপাশি ফুলো-ঝানোর মতো সাহসী মহিলারাও মাতৃভূমির জন্য শহিদ হয়েছিলেন।

দেশের প্রতিটি নাগরিকের তাঁদের বীরত্বের কাহিনী পড়া উচিত, মাতৃভূমির জন্য ত্যাগ ও নিষ্ঠার অনুপ্রেরণা নেওয়া উচিত।

‘হুল দিবস’-এ আমি মহান সাঁওতাল শহিদদের স্মরণ করি এবং কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *