Amit Shah, BJP, ‘প্রতি ঘরে তেরঙ্গা’ প্রচারণার বার্তা অমিত শাহর

আমাদের ভারত, ১৩ আগস্ট: “আজ, আমি ‘প্রতি ঘরে তেরঙ্গা’ প্রচারণার অধীনে আমার বাসভবনে তেরঙ্গা উত্তোলন করেছি।

মোদীজির নেতৃত্বে শুরু হওয়া ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারণা আজ দেশকে ঐক্যের সুতোয় আবদ্ধ করার এবং দেশপ্রেমের অনুভূতিকে আরও শক্তিশালী করার একটি গণ-প্রচারণায় পরিণত হয়েছে।

এই অভিযান দেখিয়েছে যে, ১৪০ কোটি দেশবাসী শ্রেষ্ঠ ভারত গড়ে তুলতে পারে, এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। যার মাধ্যমে অগণিত স্বাধীনতা সংগ্রামী তাঁদের ত্যাগ, তপস্যা এবং নিষ্ঠার মাধ্যমে বাস্তবায়িত করেছিলেন স্বাধীন ভারতের স্বপ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *