আমাদের ভারত, ৫ সেপ্টেম্বর: “ওনমের শুভ উপলক্ষে কেরালার ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা।” শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
একটি ভিডিয়ো যুক্ত করে তিনি লিখেছেন, “এই উৎসব সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনুক। আমরা সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি।”
ওনম দক্ষিণ ভারতের কেরল রাজ্যের মলয়ালি জাতির পালিত ধান কাটার একটি বাৰ্ষিক উৎসব। এটি একটি কৃষিভিত্তিক উৎসব। কেরলে প্ৰচলিত মলয়ালম দিনপঞ্জী পঞ্চাঙ্গম অনুসারে চিঙ্গম মাসের ২২তম নক্ষত্ৰ তিরুবোণমের দিনে ওনম পালন করা হয়। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে এটি আগস্ট–সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়। জনশ্রুতি অনুসারে, রাজা মহাবলির স্মরণে এই উৎসবটি উদ্যাপিত হয়। বিশ্বাস করা হয় যে তাঁর আত্মা ওনমের সময়ে কেরল ভ্ৰমণে আসে।