নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৮ জানুয়ারি:
আগামী ৩০ জানুয়ারি বনগাঁতে মতুয়াদের জন্য একটি মন্দিরের শিলান্যাস করবেন অমিত শাহ। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির পাশে একটি বৃহৎ মন্দির করার সিদ্ধান্ত নিয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। ইতিমধ্যেই মন্দিরের তৈরীর নকশার কাজ শেষ হয়েছে বলে সূত্রের খবর।
বৃহস্পতিবার ঠাকুরনগরে মন্দিরের জন্য খড়গপুর আইআইটি থেকে পাস করা কয়েকজন ইঞ্জিনিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বনগাঁর বিজেপি সাংসদ। প্রাথমিকভাবে মন্দিরের নকশা পছন্দ হয়েছে শান্তনু ঠাকুরের। আগামী ৩০ জানুয়ারি নতুন মন্দিরের নকশা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে সেইদিনই মন্দিরে শিলান্যাশ করতে পারেন অমিত শাহ।
রাজনৈতিক মহলের একাংশের মতে ৩০ জানুয়ারি মাস্টার স্ট্রোক দিতে পারেন শান্তনু ঠাকুর। কারণ শান্তনু ঠাকুরের বিরোধীরা ইতিমধ্যেই বলাবলি শুরু করেছেন ঠাকুরবাড়ির জন্য কিছুই করেননি তিনি। ১০০ কোটি টাকা ব্যয়ে এই মন্দিরের শিলান্যাস করে তার বিরোধীদের চুপ করাবার ব্যবস্থা করছেন বনগাঁর বিজেপি সাংসদ।