বিধানসভা নির্বাচনের আগে বাংলার জন্য অর্থ বরাদ্দের পরিসংখ্যান তুলে ধরে টুইট করলেন অমিত শাহ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১ ফেব্রুয়ারি:
বিধানসভা ভোটের আগে বাংলার জন্য বাজেটে অর্থ বরাদ্ধ নিয়ে ট্যুইট অমিত শাহর। সোমবার সংসদে চলতি আর্থিক বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাতে বাংলার হাইওয়ের জন্য সবথেকে বেশি অর্থ বরাদ্দ করেছেন তিনি। আর তারপরই তা নিয়ে ট্যুইট করেন অমিত শাহ।

পশ্চিমবঙ্গের বিকাশ আর সেখানকার মানুষের সুবিধার জন্য আজ প্রকাশিত বাজেটের মাধ্যমে মোদীজী ২৫,০০০ কোটি টাকার অনুদান ঘোষণা করেছেন, যার মাধ্যমে ৬৭৫ কিমি রাজপথের নির্মাণ হবে। এরই সঙ্গে বাংলা এবং অসমের চা বাগানে কর্মরত মানুষের কল্যাণের জন্য ১০০০ কোটি টাকাও দেওয়া হচ্ছে।

– *Shri. Amit Shah,* Home Minister

তিনি জানান, রাজ্যের উন্নতির জন্য এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের জন্য মোদী সরকার ২৫ হাজার কোটি টাকার অনুদান ঘোষণা করেছেন। যার মধ্যে ৬৭৫ কিমি রাজপথ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এছাড়াও রাজ্যের চা বাগানে কর্মরত শ্রমিকদের জন্য এক হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দিয়েছে কেন্দ্র। এর ফলে রাজ্যের উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকরা উপকৃত হবেন বলে জানিয়েছেন অমিত শাহ।

বাজেটে রাজ্যের জন্য বেশি অর্থ বরাদ্দ হওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। আজ দমদম বিমানবন্দরে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের গরিব মানুষের কথা ভাবে। বাংলার উন্নতির জন্য কেন্দ্র যে উদার মনোভাব নিয়ে থাকে আজ ফের তা প্রমাণ করল বলে জানান কৈলাস বিজয়বর্গীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *