আমাদের ভারত, ৪ এপ্রিল: “তিনি তাঁর অসাধারণ প্রতিভা দিয়ে ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন এবং মানুষের মনে দেশপ্রেমের শিখা জাগিয়ে তুলে স্থায়ী প্রভাব ফেলেছেন।” এই ভাষায় বিশিষ্ট অভিনেতা মনোজ কুমারের স্মৃতিকে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু শুক্রবার লিখেছেন “মনোজ কুমারজির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি তাঁর অমর উত্তরাধিকারে বেঁচে থাকবেন এবং নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করে যাবেন। তাঁর শোকাহত পরিবার, বন্ধুবান্ধব এবং লক্ষ লক্ষ ভক্তর প্রতি আমার সমবেদনা জানাই।”