আমাদের ভারত, ১২ জুন: “শিখ ধর্মের ষষ্ঠ গুরু শ্রী গুরু হরগোবিন্দ সাহেবজী’র প্রকাশ পর্ব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই।” বৃহস্পতিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি লিখেছেন, “শান্তি, ভক্তি এবং সেবাকে সর্বাগ্রে রেখে, গুরু হরগোবিন্দ সাহেবজী শিখ ধর্মকে জনকল্যাণের মাধ্যম হিসেবে গড়ে তুলতে অমূল্য অবদান রেখেছেন। শ্রী অকাল তখত সাহেব তৈরি করে, গুরু হরগোবিন্দ সাহেবজী শিখ ধর্মকে ন্যায়বিচার এবং সাংস্কৃতিক আত্মমর্যাদার প্রতীক করে তুলেছিলেন। মাতৃভূমি রক্ষার প্রতি গুরু হরগোবিন্দ সাহেবজী-র সাহস, সাহসিকতা এবং নিষ্ঠা দেশের জন্য অনুপ্রেরণার উৎস।”