উত্তরবঙ্গে সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে আলোচনা সভায় যোগ ও সীমান্ত এলাকা তিনবিঘা পরিদর্শন করবেন অমিত শাহ

আমাদের ভারত, শিলিগুড়ি, ৪ মে: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার আসছেন শিলিগুড়িতে। ইতিমধ্যেই শিলিগুড়িতে আসতে শুরু করেছেন দলের নেতা কর্মী সহ বিধায়ক ও সাংসদরা। ব্যস্ততা তুঙ্গে স্থানীয় বিধায়ক সহ সাংসদ ও কর্মীদের। জনসভায় লোক আনার জন্য সকাল থেকেই চলছে ফোন। এর মাঝেই রেলওয়ে ইনষ্টিটিউট মাঠ পরিদর্শন করতে আসেন সাংসদ রাজু বিস্তা। তিনি সাংবাদিকদের বলেন, “জনসভা শেষ করে রাতে শিলিগুড়িতেই থাকবেন অমিত শাহ। রাতেই তিনি দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।”

জানা গিয়েছে, শাহের এই গুরুত্বপূর্ণ বৈঠকে থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দিলীপ ঘোষ ও স্থানীয় সাংসদ, বিধায়করা। বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সভাপতিদেরও থাকার সম্ভবনা রয়েছে। মূলত উত্তরবঙ্গে সংগঠনের বর্তমান হাল নিয়ে আলোচনা হবে। কারণ যেভাবে উত্তরবঙ্গে একের পর এক ধাক্কা খাচ্ছে তা নিয়ে বেজায় চিন্তিত গেরুয়া শিবির। শাহ তাদের থেকে এবিষয়ে রিপোর্ট চাইতে পারেন। তাই দলের নেতা-কর্মীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, কারণ তাদের কাছে রিপোর্ট চাইলে তখন তারা কি করবেন। আবার একইভাবে দলের অন্তঃকলহ নিয়েও আলোচনা হতে পারে। এটা যে, কোনওভাবেই বরদাস্ত করা হবে না সেই বার্তাই দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বৃহস্পতিবার দুপুর ৪টা নাগাদ বাগডোগরা থেকে রওনা হবেন। তাকে স্বাগত জানাতে রাস্তার দুধারে হাজির থাকবেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। প্রথমে তিনি দার্জিলিং মোড়ে দাঁড়িয়ে তেনজিং নোরগের মূর্তিতে মাল্যদান করবেন। তারপর তিনি সোজা নৌকাঘাট যাবেন। সেখানে তিনি ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন। এরপর তিনি জনসভায় যোগ দেবেন। ওই সভা থেকে কর্মীদের কি বার্তা দেন সেদিকেই নজর সকলের। সভা শেষ করে হোটেলে ফিরবেন। শুক্রবার তিনি তিনবিঘা যাবেন সেখান থেকে কলকাতা হয়ে রাতেই দিল্লি ফিরে যাবেন।

এদিন রাজু বিস্তা বলেন, “রাজ্যজুড়ে যেভাবে সন্ত্রাস, খুন, ধর্ষণ বেড়ে চলছে তা রুখতেই শাহের আগমণ। আর চিকেন নেক বন্ধ করতেই সীমান্ত এলাকা তিনবিঘা পরিদর্শন করবেন তিনি।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *