পঞ্চায়েত ভোটে দুর্দান্ত ফল করেছে বিজেপি, বাংলা হরফে সুকান্ত শুভেন্দুদের উচ্ছ্বসিত প্রশংসা অমিত শাহের

আমাদের ভারত, ১৪ জুলাই: পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দুর্দান্ত ফল করেছে। বাংলা হরফে টুইট করে বঙ্গ বিজেপি নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিংসা প্রসঙ্গে ফের বিঁধেছেন রাজ্যের শাসক দলকেও।

অমিত শাহ প্রশংসা করে সুকান্ত শুভেন্দুদের দরাজ সার্টিফিকেট দিয়েছেন। বিজেপির চাণক্য লিখেছেন,
“পশ্চিমবঙ্গের এই রক্তাক্ষয়ী সন্ত্রাস বিজেপিকে পঞ্চায়েত নির্বাচনে দুর্দান্ত ফল করা থেকে থামাতে পারেনি। বিজেপি আগের নির্বাচনে তুলনায় তার আসন সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে যা প্রমাণ করে, আমাদের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পেয়েছে।”

প্রসঙ্গত, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জেতা আসনের সংখ্যা ছিল ৫৭৭৯। তার তুলনায় এই বছর তা বেড়ে দ্বিগুণ হয়েছে। বিজেপি জিতেছে প্রায় ৯৫১৩ টি আসনে। এবার ২৫ শতাংশ ভোট পেয়েছে বিজেপি।

শাহ লিখেছেন, “এটি একেবারে জলের মতো স্বচ্ছ, যে জনগণের স্নেহ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন বিজেপির সাথে রয়েছে এবং লোকসভা ও বিধানসভা নির্বাচনে তারা বিজেপিকে অবশ্যই উচ্চতার শিখরে নিয়ে যাবে।”

টুইটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি নেতা কর্মীদের পঞ্চায়েতের ফলাফল নিয়ে অভিনন্দন জানান অমিত শাহ। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের জনগণের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ডক্টর সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী সহ সকল কার্যকর্তাদের অনেক অভিনন্দন। যারা দৃঢ়তার সাথে প্রতিকূল পরিস্থিতিতেও দলের সাথে অটল ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *