“মমতার নিবাসস্থলের ৫ কিমির মধ্যে ধর্ষণের ঘটনা ঘটছে” রাজ্যে নারী সুরক্ষা নিয়ে মমতাকে কটাক্ষ অমিত শাহের

আমাদের ভারত, ৩০ মার্চ: আজ নন্দীগ্রামের একেবারে শেষ বেলার প্রচারে এসেছিলেন অমিত শাহ। রোড শো করেন শুভেন্দু অধিকারীর সমর্থনে। রোগ শোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দীগ্রাম থেকে নিমতিতা ঘটনা তথা নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকা কালিন তার বসবাসকারী এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে এক মহিলার ধর্ষণের ঘটনা নিয়ে তীর্যক কটাক্ষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কথায় মুখ্যমন্ত্রী নারী সুরক্ষার দাবি করলেও রাজ্যেই এই ঘটনা প্রমাণ করছে নারীরা কতটা সুরক্ষিত।

অমিত শাহ বিজেপি কর্মী গোপাল মজুমদারের মায়ের মৃত্যুতে মমতার কাছে জবাবদিহি দাবি করেন। একইসঙ্গে বিজেপি কর্মী স্ত্রীর ধর্ষণের ঘটনা প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন মমতা দিদির বসবাস করা এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে এমন ঘটনা কীভাবে ঘটল? এরপরই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন তৃণমূল মা মাটি মানুষ কে নিয়ে শুধু প্রহসন করছে। তিনি দাবি করেন রাজ্যে পরিবর্তন হবেই। রোড শোয়ের ভিড় বলে দিচ্ছে নন্দীগ্রামে শুভেন্দু জয়লাভ করবেন। তিনি বলেন জয়ের মার্জিন ব্যপক করতে হবে। এটাই লক্ষ্য, আর নন্দীগ্রাম থেকেই রাজ্যের পরিবর্তন নিশ্চিত হবে।

রাজ্য সবথেকে হাই ভোল্টেজ ভোট হতে চলেছে আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে। সেখানে প্রেস্টিজ ফাইটে অবতীর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারী। আজ সেই ভোটের বিজেপির তরফে শেষ প্রচারে সেরেছেন শাহ। আজ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে রয়েছে তার উপস্থিতিতেই প্রচারে ঝড় তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নন্দীগ্রাম, ডেবরা, পাঁশকুড়া, ডায়মন্ড হারবার মিলিয়ে মোট চারটি রোড শো করেছেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *