আমাদের ভারত, ১৯ আগস্ট: ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে তাঁর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে তাঁর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি জানাই। ‘ত্রিপুরার স্থপতি’ হিসাবে সম্মানিত, মহারাজা একজন দূরদর্শী শাসক ছিলেন। তিনি রাজ্যের সার্বিক উন্নয়নে অগ্রসর হয়েছিলেন। জনগণের অধিকার সুরক্ষিত করেছিলেন। আমরা তাঁর স্বপ্ন পূরণে সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব।
প্রসঙ্গত, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর (১৯০৮-এর ১৯ আগস্ট- ১৯৪৭-এর ১৭ মে) ১৯২৩ থেকে আমৃত্যু ত্রিপুরার রাজা ছিলেন। তিনি ১৯৩৫-এ ‘রাজা পঞ্চম জর্জ সিলভার জুবিলি মেডেল’ এবং ‘নাইট কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়া’ স্বীকৃতি পেয়েছিলেন। ১৯৪৫-এ ‘বার্মা স্টার’, ১৯৩৯ থেকে ১৯৪৫ ‘যুদ্ধ পদক’, ১৯৪৬-এ ‘নাইট গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ স্বীকৃতিও পান।