আমাদের ভারত, ৯ আগস্ট: ‘কাকোরি ট্রেন অভিযান’ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সাহস, ত্যাগ এবং দেশপ্রেমের প্রতীক। শনিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি লিখেছেন, “১৯২৫ সালের ৯ আগস্ট রামপ্রসাদ বিসমিল জি, চন্দ্রশেখর আজাদ জি, আশফাকুল্লা খান’জি-র মতো বীরেরা ব্রিটিশদের লুটপাটের বিরুদ্ধে বিপ্লবের মশাল জ্বালিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিলেন।
এই সাহসী যোদ্ধারা ‘কাকোরি ট্রেন অভিযান’ পরিচালনা করেছিলেন এই লক্ষ্যে যে ব্রিটিশরা ভারতীয়দের কাছ থেকে যে লুট করছে, সেই অর্থ দেশের কল্যাণে ব্যবহার করা উচিত। এই যোদ্ধাদের সাহসিকতা এবং সাহসের কাছে দেশ সর্বদা ঋণী থাকবে।”