আমাদের ভারত, ৫ সেপ্টেম্বর: “ভারতের ভবিষ্যতকে শক্তিশালী করার মতো মূল্যবোধ স্থাপন করেন তরুণদের মধ্যে।” শিক্ষকদের শ্রদ্ধা জানাতে শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু লিখেছেন, “শিক্ষক দিবসে, আমি প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ জি-কে প্রণাম জানাই। তিনি একজন শ্রদ্ধেয় দার্শনিক এবং রাষ্ট্রনায়ক ছিলেন। তাঁর জীবন জ্ঞান এবং জাতি গঠনের জন্য নিবেদিত ছিল। সকল শিক্ষকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। তাঁরা তরুণ মনকে লালন করেন।”