Amit Shah, Narayan Guruji, শ্রী নারায়ণ গুরুজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা অমিত শাহর

আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: “শ্রী নারায়ণ গুরুজির জন্ম জয়ন্তীতে, আমি সেই মহান সন্ত, দার্শনিক এবং সংস্কারককে প্রণাম জানাই।” রবিবার এক্সবার্তায় এ কথা লিখেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নারায়ণ গুরুজি সম্পর্কে অমিতবাবুর মন্তব্য, “তিনি সামাজিক কুফল দূরীকরণ এবং প্রান্তিক মানুষের উন্নয়নে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। করুণা, সাম্য এবং জ্ঞানের তাঁর কালজয়ী বার্তা ভারতকে একটি ন্যায্য ও সুসংগত সমাজের দিকে পরিচালিত করে চলেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *