Amit Shah, Vijayaraje Scindia, রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়াকে শ্রদ্ধা অমিত শাহর

আমাদের ভারত, ১২ অক্টোবর: “রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়ার জন্মবার্ষিকীতে আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।” রবিবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “জরুরি অবস্থার সময় জেলের নির্যাতন ও গণতন্ত্র রক্ষার তাঁর সংকল্পকে নড়বড়ে করতে পারেনি। সংগঠনটি সম্প্রসারণ এবং জনসাধারণের মধ্যে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।”

প্রসঙ্গত, বিজয়া রাজে সিন্ধিয়া, যিনি রাজমাতা সিন্ধিয়া নামে পরিচিত, ভারতীয় রাজনীতিবিদ এবং ব্রিটিশ রাজত্বকালে গোয়ালিয়রের শেষ শাসক মহারাজা জিওয়াজিরাও সিন্ধিয়ার সহধর্মিণী ছিলেন। পরবর্তী জীবনে, তিনি ভারতীয় সংসদের উভয় কক্ষে বারবার নির্বাচিত হয়েছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *