Amit Shah, Pingali Venkaiah, পিঙ্গালি ভেঙ্কাইয়াকে শ্রদ্ধা অমিত শাহর

আমাদের ভারত, ২ আগস্ট: ভারতের নিজস্ব তিরঙ্গা পতাকার নকশাকার পিঙ্গালি ভেঙ্কাইয়ার জন্মদিনে তাঁকে ইংরেজি ও তেলুগু ভাষায় শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “আমাদের স্বাধীনতা আন্দোলনের একজন মহান আত্মা পিঙ্গালি ভেঙ্কাইয়াজী’র জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। একজন অদম্য দেশপ্রেমিক এবং বিরল প্রতিভা, ভেঙ্কাইয়াজী ব্রিটিশ পতাকার কাছে মাথা নত না করে এবং আমাদের নিজস্ব তিরঙ্গার নকশা করে ভারতীয় হওয়ার গর্বকে নতুন উচ্চতায় উন্নীত করেছিলেন। তাঁর অমর উত্তরাধিকার আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

প্রসঙ্গত, পিঙ্গালি ভেঙ্কাইয়া (২ আগস্ট, ১৮৭৬ – ৪ জুলাই, ১৯৬৩) ভারতের জাতীয় পতাকার নকশাকার। তিনি অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের কাছে ভাটলাপেনুমারুতে জন্মগ্রহণ করেন। স্থানীয় উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সিনিয়ার কেমব্রিজ করার জন্য কলম্বো যান। ভারতে ফিরে তিনি রেলের গার্ডের চাকুরি নেন, পরে বেলারিতে সরকারি কর্মচারী নিযুক্ত হন। পরবর্তীকালে উর্দু ও জাপানি ভাষা শিক্ষার জন্য তিনি লাহোরের অ্যাংলো-বৈদিক কলেজে যোগ দেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *