আমাদের ভারত, ১৫ অক্টোবর: “ডঃ এপিজে আব্দুল কালামজি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে দেশের মহাকাশ অভিযানকে ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। তিনি দেশকে কৌশলগতভাবে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন”।
মঙ্গলবার প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতিকে এই ভাষায় শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্সবার্তায় তিনি লিখেছেন, “ডঃ কালামজি তাঁর জীবনের মধ্য দিয়ে প্রমাণ করেছেন যে কঠোর পরিশ্রম এবং দৃঢ় ইচ্ছাশক্তি দিয়ে সমস্ত চ্যালেঞ্জ ছোট হয়ে যায়।দেশের কোটি কোটি যুবকের অনুপ্রেরণার উৎস ডক্টর কালামজি তাঁর ভদ্রতা, সরলতা এবং সংবেদনশীলতার কারণে ‘জনগণের রাষ্ট্রপতি’ হিসেবে বিখ্যাত হয়েছিলেন।
কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে, আমরা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতরত্ন ডঃ এপিজে আব্দুল কালামকে তাঁর জন্মবার্ষিকীতে আমাদের শ্রদ্ধা জানাই।”