আমাদের ভারত, ২৮ আগস্ট: “মহান সন্ত মহাত্মা আয়ঙ্কলি জী’র জন্মজয়ন্তীতে আমি তাঁকে প্রণাম জানাই।” বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু লিখেছেন, “একজন সংস্কারক এবং সমাজ প্রবর্তক, আয়ঙ্কলি জী সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরির জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়েছিলেন, একটি ঐক্যবদ্ধ সমাজের ভিত্তি স্থাপন করেছিলেন, শিক্ষার গণতন্ত্রীকরণের মাধ্যমে প্রান্তিক শ্রেণির উন্নয়নের পথ প্রশস্ত করেছিলেন। তাঁর পথ আমাদের অনুপ্রেরণা।”