আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: “মহাদেবী বর্মা তাঁর সাহিত্যে মানবিক সংবেদনশীলতা এবং অভ্যন্তরীণ সংগ্রামকে এত সহজে প্রকাশ করেছেন যে অন্য কোথাও তা খুব কমই দেখা যায়।” বৃহস্পতিবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি লিখেছেন, “তিনি তাঁর রচনায় নারী স্বাধীনতা এবং করুণাকে অগ্রাধিকার দিয়েছিলেন। হিন্দি সাহিত্যের ‘ছায়াবাদ’-এর চারটি বিখ্যাত স্তম্ভের মধ্যে একমাত্র নারী হিসেবে, তিনি সমগ্র সাহিত্য জগৎকে নারীশক্তি দিয়ে আলোকিত করেছিলেন। ভারতীয় দর্শন ও সমাজ সম্পর্কে গভীর জ্ঞানসম্পন্ন মহান কবি মহাদেবী বর্মাজীর মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই।”