Amit Shah, Bharatendu Harishchandra, ভারতেন্দু হরিশচন্দ্রকে শ্রদ্ধা অমিত শাহর

আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: মঙ্গলবার এক্সবার্তায় ভারতেন্দু হরিশচন্দ্রকে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু লিখেছেন, “ভারতেন্দু হরিশচন্দ্র জির লেখায় ভাষার এত সরল ও স্বাভাবিক রূপ দেখা যায় যে তা সকলকে মুগ্ধ করে। তাঁর সাহিত্যে ঈশ্বরের প্রতি ভক্তি, নারী শিক্ষা ও সমাজ সংস্কারের আহ্বান এবং স্বাধীনতার অনুপ্রেরণা রয়েছে। এর পাশাপাশি, স্বদেশী আন্দোলনের সূত্রগুলিও তাঁর রচনায় পাওয়া যায়। আধুনিক হিন্দি সাহিত্যের পথিকৃৎ, মহান লেখক ভারতেন্দু হরিশচন্দ্র জির জন্মবার্ষিকীতে আমি তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই।”

প্রসঙ্গত, ভারতেন্দু হরিশচন্দ্র (৯ সেপ্টেম্বর ১৮৫০ – ৬ জানুয়ারী ১৮৮৫) ছিলেন একজন কবি, লেখক এবং নাট্যকার। তিনি জনমতকে প্রভাবিত করার লক্ষ্যে বেশ কয়েকটি নাটক, জীবনীমূলক স্কেচ এবং ভ্রমণকাহিনী রচনা করেছিলেন। ভারতেন্দু হরিশচন্দ্রকে প্রায়শই আধুনিক হিন্দি সাহিত্য এবং নাট্যজগতের জনক হিসেবে বিবেচনা করা হয়। ব্রিটিশ রাজের শোষণমূলক প্রকৃতি চিত্রিত করে লেখার জন্য কিছু আধুনিক ভারতীয় লেখক তাকে যুগচরণ হিসেবে বর্ণনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *