আমাদের ভারত, ৩০ এপ্রিল: “বাসব জয়ন্তীর শুভ উপলক্ষে, জগদগুরু বাসবেশ্বরজী’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই।” বুধবার এই ভাষায় শ্রদ্ধা জানান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি এক্সবার্তায় লিখেছেন, “মানবজাতি তাঁর দৃষ্টিভঙ্গির মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি স্থাপনের জন্য ঋষির কাছে ঋণী। তাঁর ‘অনুভব মন্ডপম’-এর ভিত্তি ভাগাভাগি, সাম্য এবং ভক্তির সভ্যতার মূল্যবোধ। তাঁর উত্তরাধিকার মানবজাতির যাত্রাকে আরও ভালোর জন্য একটি উন্নত বিশ্বের দিকে অনুপ্রাণিত করবে।”