আমাদের ভারত, ২৩ জানুয়ারি: “দেশপ্রেম, ত্যাগ ও অনুপ্রেরণার এক অমোঘ প্রতীক হিসেবে তাঁর জীবন চিরস্মরণীয় হয়ে থাকবে।” বৃহস্পতিবার এক্সবার্তায় এই মন্তব্য করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “আমি মহান স্বাধীনতা সংগ্রামের নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করি এবং তাঁকে শ্রদ্ধা জানাই এবং সমস্ত দেশবাসীকে বীরত্ব দিবসের শুভেচ্ছা জানাই। নেতাজি সুভাষ চন্দ্র বসু’জি ছিলেন অদম্য সাহস, সংকল্প এবং নির্ভীকতার প্রতিচ্ছবি।”
যে নেতা আজাদ হিন্দ ফৌজ গঠন করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন তিনি হয়ে ওঠেন মুক্তিযোদ্ধাদের আদর্শ।”