আমাদের ভারত, ৬ সেপ্টেম্বর: ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের বীর শহিদ মেজর ধন সিং থাপাকে তাঁর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “মেজর ধন সিং থাপা ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধে আশ্চর্যজনক সাহস এবং বীরত্ব প্রদর্শন করেছিলেন এবং শত্রুদের লোহার মতো চিবিয়েছিলেন। তার সাহসিকতা ও কৌশল সৈনিকদের দেশ রক্ষায় অনুপ্রাণিত করেছিল। তাঁর ত্যাগ ও উৎসর্গে পূর্ণ জীবন যুবসমাজকে ভারত মাতার সেবার পথে অনন্তকাল পর্যন্ত পথ দেখাতে থাকবে। মেজর ধন সিং থাপা-র মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।