আমাদের ভারত, ২৮ আগস্ট: মহাত্মা অয়ঙ্কলিকে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু বুধবার লিখেছেন, “আমি মহাত্মা অয়ঙ্কলিকে তাঁর জন্ম জয়ন্তীতে প্রণাম করি। সমাজ সংস্কারের মশাল বাহক, আয়ানকালীজি, মানবতাকে একটি ন্যায় ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে অনুপ্রাণিত করেছেন, বিশ্বের জন্য আদর্শকে ধারণ করেছেন। তাঁর অলৌকিক নীতিগুলি বিকশিত ভারত-এর জন্য, সামাজিক রূপান্তরের জন্য আমাদের পথপ্রদর্শক আলো হয়ে থাকবে।”
প্রসঙ্গত, আয়ানকালী (২৮ আগস্ট ১৮৬৩ – ১৮ জুন ১৯৪১) ছিলেন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, আইন প্রণেতা এবং বিপ্লবী নেতা। তিনি ত্রাভাঙ্কোর রাজ্যের নিপীড়িত জনগণের উন্নতির জন্য কাজ করেছিলেন। তাঁর সংগ্রামের ফলে এমন অনেক পরিবর্তন হয়েছে যা কেরালার সামাজিক, রাজনৈতিক কাঠামোকে উন্নত করেছে। তাঁর দৃঢ় সংকল্প এবং নিরলস প্রচেষ্টা দলিতদের জীবন বদলে দিয়েছে। তিনি ‘পুলায় রাজা’ নামে পরিচিত।