আমাদের ভারত, ২৮ জানুয়ারি: লালা লাজপত রায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু মঙ্গলবার এক্সবার্তায় লিখেছেন, “‘পাঞ্জাব কেশরী’ লালা লাজপত রায়’জির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। ‘লাল, বাল, পাল’ ত্রয়ীদের একজন লাজপত রায় তাঁর নিজের ভাষা, নিজের পোশাক এবং স্বাধীনতার জন্য কঠোর লড়াই করেছিলেন। লালা’জি ভারত মাতার স্বাধীনতার জন্য যুবকদের অনুপ্রাণিত করেছিলেন। তাঁর আত্মত্যাগ স্বাধীনতার স্ফুলিঙ্গকে একটি বিশাল শিখায় পরিণত করেছিল। তাঁর চিন্তাকে দেশ চিরকাল লালন করবে।”
প্রসঙ্গত, ’পাঞ্জাব কেশরি’ নামেও তিনি পরিচিত ছিলেন (জন্ম ২৮ জানুয়ারি ১৮৬৫)। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও লক্ষ্মী বিমা কোম্পানী স্থাপন করেছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের লাল-বাল-পালের অন্যতম নেতা। ১৯২৮ সালে সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন। সেখানে তিনি পুলিশের লাঠিতে গুরুতর আহত হন। ১৯২৮ সালের ১৭ নভেম্বর তাঁর মৃত্যু হয়।