Amit Shah, Karpuri Tagore, “তাঁর জীবন সর্বদা ভারতীয় সমাজকে পথ দেখাবে”, কার্পুরী ঠাকুরকে শ্রদ্ধা অমিত শাহর

আমাদের ভারত, ২৪ জানুয়ারি: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভারতরত্ন ‘জননায়ক’ কার্পুরী ঠাকুরকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “কর্পূরী ঠাকুর’জির জীবন সমাজের শোষিত ও পিছিয়ে পড়া অংশের জন্য সংগ্রাম ও ন্যায়বিচারের এক অবিস্মরণীয় কাহিনী। একদিকে তিনি বঞ্চিত শ্রেণির অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে সমাজ চেতনার শিখা জ্বালিয়েছেন, অন্যদিকে তিনি হয়ে উঠেছেন সরলতা, আত্মমর্যাদা ও জনসেবার প্রতীক। তাঁর জীবন সর্বদা ভারতীয় সমাজকে পথ দেখাবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *