আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: প্রয়াত বিশিষ্ট শিল্পী ভীমসেন জোশীর জন্মদিনে শ্রদ্ধা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু মঙ্গলবার এক্সবার্তায় লিখেছেন, “ভারতরত্ন পুরস্কারে ভূষিত পণ্ডিত ভীমসেন জোশী, সঙ্গীত ও সুরের এক বিস্ময়কর কারিগর, তাঁর অসাধারণ গানের মাধ্যমে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে নতুন উচ্চতা দিয়েছিলেন। ভীমসেন জোশীজি, যিনি শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্বমঞ্চে স্বীকৃতি দিয়েছিলেন, তিনি ভক্তি ও সঙ্গীতের ঐতিহ্যকে জনসাধারণের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি অভূতপূর্ব কাজ করেছিলেন। পণ্ডিত ভীমসেন যোশীজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।”
প্রসঙ্গত, ভীমসেন জোশী (জন্ম ৪ ফেব্রুয়ারি ১৯২২ – মৃত্যু ২৪ জানুয়ারি ২০১১) ভারতীয় মার্গ সঙ্গীত বা হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী। পশ্চিমবঙ্গের বর্ধমানে অনেকদিন ছিলেন। তিনি ধ্রুপদী সঙ্গীত খেয়াল গায়ক হিসাবে বেশি পরিচিত। ভজন, ঠুংরি, দাদরার মতো শাস্ত্রীয় সঙ্গীতের অন্যান্য ধারা ছিল তাঁর সহজাত। ১৯৭২-এ পদ্মশ্রী, ’৭৫-এ সঙ্গীত নাটক অ্যাকাডেমি, ’৮৫ সালে ‘পদ্মভূষণ’ এবং ২০০৮ সালে ভারত সরকার তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ দেয়। গান গেয়েছেন হিন্দি, কন্নড়, মরাঠির মতো একাধিক ভাষার চলচ্চিত্রে।