আমাদের ভারত, ২৩ জানুয়ারি: “শক্তিশালী জাতীয়তাবাদী বালাসাহেব ঠাকরে’জি সারা জীবন সনাতন সংস্কৃতি এবং জাতীয়তাবাদ বিশ্বাস করতেন। ‘দেশই সর্বাগ্রে’ অর্থাৎ দেশপ্রেমের আদর্শের প্রতি নিবেদিত ছিলেন।” বৃহস্পতিবার এক্সবার্তায় এই মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বালাসাহেব ঠাকরেজি-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে অমিতবাবু লিখেছেন, “তিনি সর্বদা দেশের স্বার্থকে সর্বোপরি রেখেছিলেন। বালাসাহেব’জি প্রতিকূল পরিস্থিতিতেও তাঁর নীতির সাথে আপস করেননি। তাঁর আদর্শগত দৃঢ়তা সর্বদা অনুপ্রাণিত করবে। তাঁকে তাঁর জন্মবার্ষিকীতে লক্ষ লক্ষ প্রণাম।”