আমাদের ভারত,১৩ মার্চ:যে তথ্য আপনার জানা নেই তার দেওয়ার প্রয়োজন নেই। কোন কাগজ দেখতে যাওয়া হবে না। সংসদে দাঁড়িয়ে আবারও এনপিআর নিয়ে দেশবাসীকে এভাবেই আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এনপাআর নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই।
বৃহস্পতিবার সংসদে দিল্লির হিংসা প্রসঙ্গে বলছিলেন অমিত শাহ। তখন বিরোধীরা এনপিআর ও এনআরসি প্রসঙ্গ তুলে আনেন। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীরা এনপিআর নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। এনপিআরে দেশবাসীর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যে তথ্য তাদের কাছে নেই সে তথ্য তাদের কাছে জানতেও চাওয়া হবে না। এমনকি এনপিআরের এর জন্য কাউকে কোন কাগজ দেখাতে বলা হবে না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ইতিমধ্যে একাধিক রাজ্যে এনপিআরের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলেও পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধপ্রদেশ, কেরল এনপিআরের বিরোধিতা করেছে।
বিরোধীদের অভিযোগ এনপিআরের আড়ালে আসলে এনআরসি করতে চাইছে মোদী সরকার। আর এই নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী নেতা।
এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, আমি নিজেই বলছি, “এনপিআরে কোন কাগজপত্র দেখতে চাওয়া হবে না। আপনি ঠিক যতটাই তথ্য দিতে চান ততটাই এনপিআরের জন্য দিতে পারেন। যে তথ্য আপনার কাছে নেই তা আপনার কাছে জানতে চাওয়া হবে না। দেশের কোনো নাগরিককে এনপিআরের প্রক্রিয়া নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। কোন কলাম যদি খালি থাকে তাহলে তাতে ডাউটফুল লাগিয়ে দেওয়া হবে এই তথ্য সম্পূর্ণ ভুল।” তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন,কারোর যদি এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে সে বা তারা এসে আমার সঙ্গে অথবা গুলাম নবি আজাদ বা আলোক শর্মার সঙ্গে এবিষয়ে আলোচনায় বসতে পারেন।