আমাদের ভারত,২০ অক্টোবর: প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টার মধ্যে কোন দুর্বলতা থাকে না। কিন্তু যখনই পরিস্থিতি বেগতিক হয়েছে তখনই চিনের চোখে চোখ রেখে কথা বলেছে ভারত। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লাদাখ নিয়ে এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শাহকে প্রশ্ন করা হয়েছিল চিনকে বুঝতে কি খানিকটা ভুল হয়েছে? প্রশ্নের উত্তরে বলেন তিনি বলেন, “কোন দেশের সঙ্গে সম্পর্ক ঠিক করার মধ্যে কোন ভুল নেই। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঠিক করাই উচিত। কিন্তু সেটা করতে গিয়ে আমাদের স্বার্থে ক্ষতি হতে দিতে আমরা কখনই পারিনা। আমরা সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছি। কিন্তু তখনই দেশের সীমা অতিক্রম করার চেষ্টা হয়েছে তখনই আমরা চিনের চোখে চোখ রেখে কথা বলেছি।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সম্পর্ক ঠিক করার চেষ্টা আমরা পাকিস্তানের ক্ষেত্রেও করেছি চিনের ক্ষেত্রেও করেছি । কিন্তু উপযুক্ত সম্মান দেওয়ার পরেও যখন অন্য রকম ব্যবহার করবেন আপনি, তখন আমাদের অবস্থান অন্যরকম হবে। আর সেই কাজটাই মোদী সরকার করে দেখিয়েছে।
অমিত শাহকে প্রশ্ন করা হয় দেশের দুই সীমা যুদ্ধের জন্য তৈরি? শাহ বলেন,” যুদ্ধের পরিস্থিতি আসবে বলে আমার মনে হয় না। আশা করি কোনো রাস্তায় বেরিয়ে আসবে। তবে এটুকু স্পষ্ট বলতে পারি ভারতের এক ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না।
এদিকে লাদাখ প্রশ্নে রাহুল গান্ধী বলেছিলেন, “আমাদের সময় হলে ১৫ মিনিটে এলএসি সমস্যা সমাধান করে ফেলতাম।” এ মন্তব্যের পাল্টা দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যদি তাই হতো তাহলে১৯৬২ সালে তা করা হয়ে যেত, তাহলে দেশের কয়েক হাজার হেক্টর জমি সেই সময় হাতছাড়া হতো না।