আমাদের ভারত, ২১ ডিসেম্বর: আগামী রবিবার কলকাতায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, সোমবার দিনভর তিনি কলকাতায় থাকবেন। মূলত একাধিক সংগঠনিক বৈঠকেই এবার থাকবেন শাহ। এই মুহূর্তে রাজ্যের সংগঠন কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখতেই তিনি আসছেন বলে জানা যাচ্ছে।
বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎকে নেহাতই সৌজন্য সাক্ষাতকার বলেই জানিয়েছেন সুকান্ত মজুমদার। কিন্তু তারপরেই বঙ্গে শাহি সফরের কথা শোনা যায়। শুক্রবার থেকে দিল্লিতে বিজেপির একটি বড় বৈঠক শুরু হচ্ছে বলে জানা যাচ্ছে। এটি কেন্দ্রীয় পদাধিকারীদের বৈঠক। আগামীকাল বিকেল চারটে থেকে ওই বৈঠক শুরু হবে। শনিবার বৈঠক চলবে। দেশের প্রতিটি রাজ্যের সংগঠনিক পরিস্থিতি কী? তার রিপোর্ট ওই বৈঠকে দেওয়া হবে বলে জানাগেছে। একই সঙ্গে লোকসভা ভোটে বিজেপি কিভাবে প্রচার করবে তার পরিকল্পনা ও রূপরেখা,পদাধিকারীদের বুঝিয়ে দেওয়া হবে এই বৈঠকে। সেই বৈঠকের পরেই সংগঠনের পরিস্থিতি একেবারে হাতে কলমে খতিয়ে দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ বলে খবর।
সোমবার কলকাতায় একাধিক বৈঠক করতে পারেন অমিত শাহ। বিজেপির প্রত্যেকটি সংগঠন এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? তাতে কোনো বদল আনার প্রয়োজন আছে কিনা? কিংবা কিভাবে প্রচারে নামবেন কর্মীরা? স্বরাষ্ট্রমন্ত্রী সমস্তটা বুঝে নেবেন এবং বুঝিয়ে বলবেন বৈঠকে, বলে শোনা যাচ্ছে।
তবে শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের সমস্ত রাজ্যে একের পর এক সফরে যাবেন অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একাধিক রাজ্যে সফর শুরু করবেন বলে শোনা যাচ্ছে।