নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ নভেম্বর:
দলিত সম্প্রদায়ের মানুষের বাড়িতে ভোজ খাওয়া নিয়ে অমিত শাহকে কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী। মঙ্গলবার বিধানসভায় তিনি বলেন, দলিতদের ব্যবহার করছে বিজেপি। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে এরাজ্যে দলিতদের বাড়িতে এসে দুপুরে ভোজ করেছিলেন অমিত শাহ। এবারও তার বঙ্গ সফরে ৬ নভেম্বর রাজারহাটে মতুয়া সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে ভোজ সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর তার জন্যই অমিত শাহকে কটাক্ষ করলেন যাদবপুরে সিপিএম বিধায়ক।
তিনি বলেন, বিজেপি এরাজ্যে দলিত ভোট পাওয়ার জন্যই এমন নাটক করছে। উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিতরা ক্রমাগত আক্রান্ত হচ্ছে। সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দলিতদের উপর আক্রমণ হলেও চুপ থাকেন। দলিতদের আর্থসামাজিক উন্নয়নের জন্য বিজেপি সরকারের কোনোও ভূমিকা নেই। হিন্দু দলিতদের রাম মন্দিরের শিলান্যাসে ডাকা হয়নি, আর এর থেকেই বোঝা যায় বিজেপি দলিতদের কতটা সম্মান করে। তাই এরাজ্যে অমিত শাহ দলিতদের বাড়িতে ভোজ খাওয়া মানেই নাটক বলে জানিয়েছেন যাদবপুরের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী।