এই মাসেই রাজ্যে আসছেন অমিত শাহ, তারপর মোহন ভাগবত

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১১ ডিসেম্বর:
ডিসেম্বরের মাঝামাঝি রাজ্যে আসছেন অমিত শাহ ও মোহন ভাগবত। আগামী উনিশে ডিসেম্বর দুদিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসছেন। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের সাংগঠনিক বৈঠক করতে তিনি বাংলায় আসছেন বলে জানাগেছে। কলকাতা সহ উত্তরবঙ্গের জেলাগুলির কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ২০২১ এর কথা মাথায় রেখে সংগঠনকে তৈরি করতে বেশকিছু দলীয় নেতাদের টিপস দেবেন তিনি।

অমিত শাহর সফর শেষ হতেই এরপর রাজ্যে আসছেন সংঘ চালক মোহন ভাগবত। তিনিও কলকাতায় সংঘের কার্যকর্তাদের নিয়ে বৈঠক করবেন। মোহন ভাগবতের সফরের সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই বলেই জানাচ্ছেন কেশব ভবনের কার্যকর্তারা।

তবে রাজনৈতিক মহলের একাংশ কেশব ভবনের দাবি মানতে নারাজ। সংঘ সবসময় বিজেপিকে পিছন থেকে সাহায্য করে বলে মত রাজনৈতিক মহলের। সামনেই ২০২১ এ বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটে সংঘ যদি বিজেপিকে সাহায্য না করে তাহলে রাজ্যে বিজেপির কাঙ্ক্ষিত ফল হবে না। সেই জন্যই মোহন ভাগবত রাজ্য সফরে এসে কিভাবে বিজেপিকে সাহায্য করা যায় তা নিয়েই আলোচনা করবেন বলে রাজনৈতিক মহলের বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *