নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: আগামী ১৮ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন অমিত শাহ। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে পরিবর্তন যাত্রার উদ্বোধনে আসছেন তিনি। রথ যাত্রা ছাড়া একই দিনে দক্ষিণ ২৪ পরগনায় একটি সভা করার কথা রয়েছে তাঁর।
প্রসঙ্গত, কলকাতা জোনের রথযাত্রা শুরু হচ্ছে কাকদ্বীপ থেকে। কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার ঘুরে রথ কলকাতায় এসে পৌঁছাবে। তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে হাইভোল্টেজ রথের উদ্বোধনে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতা জোনের এই রথের বাড়তি গুরুত্ব রয়েছে। তার কারণ বিজেপির দুই রাজনৈতিক টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় দলের শক্তি পরীক্ষা দিতে হবে বিজেপি কর্মীদের। তাই অমিত শাহ ছাড়া কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় পরিবর্তন যাত্রায় একাধিক কেন্দ্রীয় নেতা আসতে পারেন বলে দলীয় সূত্রে খবর।
পাশাপাশি কলকাতাজুড়ে রথযাত্রা নিয়ে বাড়তি চিন্তায় রয়েছেন বিজেপি নেতারা। এই জোনের রথ যাত্রার পরিকল্পনা করতে খোদ কলকাতায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা বিএল সন্তোষ। তিনি কলকাতা জোনের রথযাত্রার চিত্রনাট্য তৈরি করেছেন। সেই চিত্রনাট্য না মিললে বিধানসভা ভোটের আগে অস্বস্তিতে পড়তে হবে রাজ্য বিজেপিকে। এই কথা ভালই বুঝতে পারছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ মুকুল রায়রা। তাই কাকদ্বীপ সহ কলকাতা জোনে রথযাত্রা সাফল্যের সঙ্গে পালন করতে বাড়তি উদ্যোমে নামবেন বঙ্গ বিজেপির নেতারা।