নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৭ ফেব্রুয়ারি:
আগামী ১১ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন অমিত শাহ। উত্তরবঙ্গের কোচবিহারে রথ যাত্রার উদ্বোধন করতেই আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও কোচবিহারে একটি সভা করতে পারেন অমিত শাহ। কোচবিহারে স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে পারেন তিনি।
প্রসঙ্গত, রাজ্যজুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়ে গিয়েছে। শনিবার যার উদ্বোধন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নদীয়ার নবদ্বীপ থেকে প্রথম পরিবর্তন যাত্রার রথ রাস্তায় নেমেছে। এবার উত্তরবঙ্গের কোচবিহার থেকে দ্বিতীয় রথটি রাস্তায় নামাতে চলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। উত্তরবঙ্গের রথযাত্রার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন’কে। এছাড়াও এই যাত্রার দায়িত্বে রয়েছেন রাজ্য বিজেপির সহ সংগঠন সম্পাদক কিশোর বর্মন। রবিবার, উত্তরবঙ্গের নেতাদের নিয়ে পরিবর্তন যাত্রার রুট ঠিক করতে বৈঠকে বসছেন অরবিন্দ মেনন।
উত্তরবঙ্গের মাটিতে গেরুয়া ঝড় তোলার জন্য এই রথ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজেপি নেতারা। তাই রথ নামার আগে পুরোপুরি উত্তরবঙ্গের জেলা নেতৃত্বর সঙ্গে হোমওয়ার্ক করে নিতে চাইছেন রাজ্যে বিজেপির সহকারি পর্যবেক্ষক অরবিন্দ মেনন।

