আমাদের ভারত, ২৮ এপ্রিল: সোমবার শিখ গুরু অঙ্গদ দেবজির প্রকাশ পর্বে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু এক্সবার্তায় লিখেছেন, “তিনি শিখ ধর্মকে সেবা, কর্তব্য, সত্যবাদিতা এবং সাম্যের পথে এগিয়ে নিয়ে মানবিক মূল্যবোধের ভিত্তি আরও মজবুত করেছিলেন।
গুরু অঙ্গদ দেবজী গুরুমুখী লিপির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। লঙ্গরের ঐতিহ্যকে আরও সুসংগঠিত করেছিলেন, তাঁর চিন্তাভাবনা চিরকাল মানব সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”