নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৫ নভেম্বর:
অমিত শাহের সঙ্গে রাতে দেখা করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি। বৃহস্পতিবার বাঁকুড়া সফর শেষ করে কলকাতার প্রাক্তন মেয়রকে তলব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের তলব পেয়ে রাজারহাটে হোটেলে ছুটে আসেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী।
শোভন চট্টোপাধ্যায়কে দলে সক্রিয় করতে আগেই উদ্যোগী হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কয়েকবার কথাও হয়েছিল তাঁর। কিন্তু তার পরেও কলকাতার প্রাক্তন মেয়র বিজেপিতে সক্রিয় হননি। ২০২১ এর আগে শোভনকে বিজেপিতে সক্রিয় হন তা চাইছেন অমিত শাহ। তার জন্যই বাঁকুড়া থেকে হোটেলে ফিরে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে অমিত শাহ। শোভন চট্টোপাধ্যায় নিজেও রাজনৈতিক সৌজন্যতা দেখিয়েই তার সঙ্গে রাজারহাটের হোটেলে দেখা করতে চলে আসেন।
দিলীপ ঘোষের সঙ্গে মনোমালিন্যের কারণেই বিজেপিতে সক্রিয় ছিলেন না শোভন চট্টোপাধ্যায়। মূলত তাঁর বান্ধবী বৈশাখী ব্যানার্জিকে গুরুত্বপূর্ণ পদ না দেওয়ার কারণেই রাজ্য বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে। কিন্তু শোভন চ্যাটার্জিকে দলে সক্রিয় করতে দিলীপ ঘোষের উপর চাপ বাড়ায় দিল্লি। কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মেনে এরপর রাজ্য কমিটিতে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জিকে জায়গা দেয় রাজ্য বিজেপি। দলের রাজ্য কমিটিতে জায়গা পেয়েও শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি নিষ্ক্রিয় ছিল।
সামনে বিধানসভা ভোট। তার আগে শোভন চট্টোপাধ্যায় কে দলে নিলে দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ কলকাতায় বিজেপি লাভবান হবে তা বিলক্ষণ বুঝেছেন অমিত শাহ। সেই জন্যই বিধানসভা ভোটের আগে দলে সক্রিয় করতে আলোচনার জন্য শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জির সঙ্গে রাজারহাটের বেসরকারি হোটেলে বৈঠক করলেন অমিত শাহ।