শ্রীরূপা চক্রবর্তী, আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: “২১- র নির্বাচন আসতে আসতে দিদি আপনি একা হয়ে যাবেন।” শুভেন্দু দলে যোগ দেওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অমিত শাহের মন্তব্য, “তৃণমূলে সুনামি এসেছে, দিদি আপনি একা হয়ে যাবেন।” তাঁর দাবি এবারের নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসন পাবে। একইসঙ্গে তৃণমূলকে তোলাবাজির দল আখ্যা দিয়ে, শাহ বলেন, একসময় তৃণমূলের কর্মীরা মা-মাটি-মানুষের স্লোগান দিতেন কিন্তু সেই স্লোগানকে দিদি তোলাবাজ, তুষ্টিকরণ ও ভাইপোবাদে পরিণত করেছেন।
তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে অমিত শাহ এদিন বলেন, “রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সাংসদ সহ এক ঝাঁক বিধায়ক নেতারা আজ একসাথে বিজেপিতে যোগ দিয়েছেন, দেখা যাবে ভোট আসতে আসতে তৃণমূলে দিদি, আপনি শুধু একা থাকবেন।” রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, শাহ বলেন আমফানের ত্রাণের টাকা পাঠিয়েছে কেন্দ্র, কিন্তু সেই টাকা রাজ্যের গরিব মানুষ পাইনি, তৃণমূলের দলের লোকেরা খেয়ে ফেলেছে। তাই শেষ পর্যন্ত আদালত তদন্তের নির্দেশ দিয়েছে । এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে?
এদিন বক্তব্যের শুরুতেই তিনি পশ্চিম মেদিনীপুরের মাটিকে প্রণাম করে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় নেতাদের সমালোচনায় মুখর হয়েছে তৃণমূল। এই সমালোচনার জবাব দিতে গিয়ে অমিত শাহ বলেন, “দিদি আপনিও তো একদিন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, সেটা কি দলবদল ছিল না?”। আজ আবারও কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত রাখার অভিযোগ তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সরকারের বিরুদ্ধে।
জেপি নাড্ডার কনভয়ে হামলার প্রসঙ্গ তুলে, তিনি বলেন,” দিদি আপনি কি মনে করেন এই ঘটনায় সত্যিই আপনার জনপ্রিয়তা বাড়বে?” এছাড়াও রাজ্য একের পর এক বিজেপি কর্মীদের খুনের ঘটনায় তিনি আজ আবারও সোচ্চার হোন। শাহ বলেন, বাংলার মানুষ তৃণমূলকে সরিয়ে দেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।
রাজ্যের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, পাঁচ বছরের জন্য মানুষ বিজেপিকে সুযোগ দিক, তারা সোনার বাংলা তৈরি করে দেবেন।
আজ মেদিনীপুরে বিপ্লবী ক্ষুদিরাম বসুর পরিবারের লোকজনের সাথে দেখা করেন অমিত শাহ। সম্মান জানান তাদের। পুজো দেন সেখানকার ৫০০ বছরের পুরোনো সিদ্বেশ্বরী মন্দিরে। দুপুরে খাওয়া দাওয়া সারেন এক কৃষকের বাড়িতে।