আমাদের ভারত, ১৩ এপ্রিল: এখনই এনআরসি কার্যকর করার কোনো রকম পরিকল্পনা নেই মোদী সরকারের। তবে কখনো তা বাস্তবায়িত যদি হয় তাতেও গোর্খা সম্প্রদায়ের উপর কোন প্রভাব পড়বে না। মঙ্গলবার দার্জিলিং-এ গিয়ে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এনআরসি নিয়ে যেমন বিরোধী দলগুলি সোচ্চার হয়েছে তেমনই নাগরিক সমাজের একাংশের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে মোদী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে। দেশের একাধিক প্রান্তে এনআরসি বিরোধী বিক্ষোভ দেখা গেছে। মঙ্গলবার দার্জিলিংয়ের জনসভাতে দাঁড়িয়ে পরিষ্কার অমিত শাহ জানালেন, এনআরসি চালু করার কথা এখনই ভাবছেন না মোদী সরকার।
একই সঙ্গে তারা আশ্বাস পাহাড়ের গোর্খা সম্প্রদায়ের মানুষ এনআরসি হলেও কোনো অসুবিধায় পড়বে না।পঞ্চম দফার নির্বাচন আগামী শনিবার অর্থাৎ ১৭ এপ্রিল। দার্জিলিংয়ে সেদিনই ভোট। দার্জিলিং কেন্দ্রের বিজেপির প্রার্থী মিরাজ তামাং-এর সমর্থনে আজ জনসভা করেন অমিত শাহ। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ভয় দেখাচ্ছেন এনআরসি নিয়ে। আসলে আপনাদের ভয় দেখিয়ে আপনাদের ওপর যে জুলুম তিনি করছেন তা তিনি ভোলাতে চাইছেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলছি এনআরসি নিয়ে এখনই কোন কথা হচ্ছে না। ভবিষ্যতে হলেও কখনও গোর্খাদের চুলও কেউ ছুঁতে পারবে না। গোর্খারা ভারতবর্ষের গর্ব। তারা কখনোই অনুপ্রবেশকারী হতে পারে না।

