আমাদের ভারত, ২৪ অক্টোবর: সংস্থার প্রতিষ্ঠাদিবসে আইটিবিপি (ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ) কর্মীদের শুভেচ্ছা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার এক্সবার্তায় তিনি জানিয়েছেন, “আইটিবিপি কর্মীদের তাঁদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানাই। নির্মম ভূখণ্ড এবং অসহ্য আবহাওয়ায় জাতির মর্যাদা রক্ষা করে, আইটিবিপির হিমবীররা সাহস এবং জাতির প্রতি অঙ্গীকারের গৌরবময় নজির স্থাপন করেছেন। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।”

