Amit Shah, BJP, নববর্ষে চার প্রাদেশিক ভাষায় ভিডিয়ো-সহ পৃথক শুভেচ্ছা অমিত শাহর

আমাদের ভারত, ১৪ এপ্রিল: ইংরেজি এবং অসম, তামিলনাড়ু, ওড়িশা, ও কেরল— এই চার প্রাদেশিক ভাষায় ভিডিয়ো দিয়ে পৃথক শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “বোহাগ বিহু উপলক্ষে অসমে আমাদের বোন ও ভাইদের আন্তরিক শুভেচ্ছা জানাই। ব্রহ্মপুত্রের তীরে স্পন্দিত অসমীয়া নববর্ষকে স্বাগত জানাই। এর আনন্দ সকলের জন্য সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক।

‘পুথান্ডু’ উপলক্ষে তামিলনাড়ুর আমাদের বোন ও ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। পবিত্র আচার-অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিশ্রুতিশীল নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। দিনটি সকলের জন্য সুস্বাস্থ্য ও সমৃদ্ধির সকল মঙ্গল বয়ে আনুক।

‘মহা বিষুব সংক্রান্তি’ উপলক্ষে ওড়িশার আমার বোন ও ভাইদের আন্তরিক শুভেচ্ছা জানাই। ওড়িয়া নববর্ষের আগমনে, মহাপ্রভু সকলের উপর আনন্দ, মঙ্গল এবং সমৃদ্ধির আশীর্বাদ বর্ষণ করুন।

কেরলের আমাদের বোন ও ভাইদের মহা বিষুব সংক্রান্তির শুভেচ্ছা। নতুন বছরের উদযাপন আমাদের সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের সাথে আশীর্বাদ করুক। আমাদের গৌরবময় সংস্কৃতি ও ঐতিহ্যের শিকড়কে আরও গভীর করুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *