Amit Shah, Shibu Soren, শিবু সোরেনের প্রয়াণে শোকপ্রকাশ অমিত শাহর

আমাদের ভারত, ৪ আগস্ট: শিবু সোরেনের প্রয়াণে তাঁর সরল ব্যক্তিত্ব এবং সহজ স্বভাবের কথা স্মরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু সোমবার এক্সবার্তায় লিখেছেন, “ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী শিবু সোরেনজির মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক। তিনি ঝাড়খণ্ডের আদিবাসী সমাজের অধিকার এবং ক্ষমতায়নের জন্য কয়েক দশক ধরে লড়াই করেছিলেন। তিনি তাঁর সরল ব্যক্তিত্ব এবং সহজ স্বভাবের মাধ্যমে জনগণের সাথে সংযোগ স্থাপন করেছিলেন।
ঈশ্বর তাঁর বিদেহী আত্মাকে তাঁর চরণকমল স্থানে স্থান দিন এবং শোকাহত সোরেন পরিবার এবং তাঁর ভক্ত ও সমর্থকদের এই শোক সহ্য করার শক্তি দিন। ওম শান্তি শান্তি শান্তি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *