Amit Shah, BJP, ‘কাকোরি ট্রেন অভিযান’-এর শতবর্ষ স্মরণ অমিত শাহর

আমাদের ভারত, ৯ আগস্ট: কাকোরি ট্রেন অভিযানের ৯৯ বছর পূর্ণ হল। পা দিলো ১০০-তে। স্মরণীয় ঘটনার কথা লিখলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার তিনি এক্স-বার্তায় লিখেছেন, “কাকোরি ট্রেন অভিযান ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেখান থেকে সশস্ত্র আন্দোলন নতুন গতি পেয়েছিল। ১৯২৫ সালের এই দিনে ‘কাকোরী ট্রেন অভিযান’-এর মাধ্যমে অত্যাচারী ব্রিটিশ শাসনকে চ্যালেঞ্জ করেন মুক্তি যোদ্ধারা।

আমি সেই সমস্ত বিপ্লবীদের অভিবাদন জানাই যাঁরা স্বাধীনতা আন্দোলনের এই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে তরুণদের ভারত মাতার স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত করেছিলেন।”

প্রসঙ্গত, লখনউর আলমনগর এবং কাকোরির মাঝে কাকোরি। এই ষড়যন্ত্র মামলায় পণ্ডিত রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, ঠাকুর রৌশন সিং, আসফাকউল্লা খানের ফাঁসি হয়। শচীন্দ্রনাথ সান্যালের যাবজ্জীবন দ্বীপান্তর হয়। মন্মথ গুপ্তের ১৩ বছর এবং যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়, গোবিন্দচরণ কর, শচীন্দ্রনাথ বক্সী, মুকিন্দীলাল, রাজকুমার সিং, রামকৃষ্ণ ক্ষেত্রীর ১০ বছর সাজা হয়। এছাড়াও বিষ্ণু শরণ দুব্লিশ, সুরেশচন্দ্র ভট্টাচার্যের ৭ বছর, ভূপেন্দ্রনাথ সান্যাল, রাম দুলারী ত্রিবেদী, প্রেমকিষণ খান্না, বনোয়ারী লাল এবং পরমেশ কুমারের পাঁচ বছরের জেল হয়। এঁরা সকলেই অনুশীলন সমিতির সভ্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *