Amit Shah, BJP, পুজোর মঞ্চ থেকে সোনার বাংলা তৈরি করতে ২৬শে সরকার পরিবর্তনের ডাক অমিত শাহর

আমাদের ভারত, ২৬ সেপ্টেম্বর: কলকাতায় দুর্গাপুজোর মঞ্চ থেকে আবারও বাংলায় পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পূজা প্যান্ডেলে উপস্থিত হন অমিত শাহ। সেখানে অপারেশন সিঁদুর লেজার শো’র মাধ্যমে তুলে ধরা হয়েছে। সেখান থেকেই বাংলাকে নিরাপদ শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী রাজ্য হিসেবে গড়ে তোলার ডাক দেন।

এদিন পুজো উদ্বোধনে বেরনোর আগে হোটেলে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক সারেন অমিত শাহ। সেই বৈঠকে ছিলেন বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ।

দুর্গোৎসবের আনন্দের মাঝেই তিনি বাংলার মানুষের কাছে রাজনৈতিক বার্তা দেন। তাঁর কথায়, মায়ের কাছে প্রার্থনা সোনার বাংলা নির্মাণ করতে পারে এমন সরকার তৈরি হোক রাজ্যে। শাহ বলেন, “মায়ের কাছে প্রার্থনা করছি এবার বিধানসভা নির্বাচনের পর বাংলায় এমন সরকার গঠন হোক যাতে সোনার বাংলা নির্মাণ সম্ভব হয়। একই সঙ্গে বাংলার অস্মিতা’কে শান দিয়ে তাঁর দাবি, আমাদের বাংলা পুনরায় সুরক্ষিত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, সুজলা- সুফলা হোক। এখানে কবিগুরুর কল্পনার বাংলা নির্মাণ যাতে আমরা করতে পারি।”

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উপলক্ষে তাঁকে স্মরণ করে শাহ বলেন, বাংলার শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা অবিস্মরণীয়। শুধু বাংলা নয়, গোটা দেশে শিক্ষার প্রগতি, নারী শিক্ষার জন্য বিদ্যাসাগর যে অবদান রেখেছে তা ভোলার নয়। বাংলা সংস্কৃতি, বাংলা ব্যাকরণ আর নারী শিক্ষার প্রসারে পুরো জীবন সমর্পন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ আমি আমার তরফে আর বিজেপির কোটি কোটি কর্মীর তরফে বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি।

বাংলা‌ সফরে এসে আজ শাহ কালীঘাটের মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সল্টলেকে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে একটি দুর্গাপুজোর প্যান্ডেলে উদ্বোধন করেন।
সাম্প্রতি ব্যাপক বৃষ্টির কারণে কলকাতা সহ শহরতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সেই মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞপন করেন অমিত শাহ। তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *