আমাদের ভারত, ২৩ আগস্ট: বন্যা পরিস্থিতিতে সহায়তার ঘোষণা করলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
শুক্রবার তিনি এক্স-বার্তায় লিখেছেন, “ত্রিপুরার বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ দেওয়ার জন্য এসডিআরএফ থেকে কেন্দ্রীয় অংশ হিসাবে ৪০ কোটি অগ্রিম মুক্তির অনুমতি দিয়েছে। কেন্দ্রের মোতায়েন করা ১১টি এনডিআরএফ দল, সেনাবাহিনীর ৩টি কলাম এবং বায়ুসেনার ৪টি হেলিকপ্টার ইতিমধ্যেই রাজ্য সরকারকে সহায়তা করছে ত্রাণ ও উদ্ধার অভিযানে।
যাই হোক না কেন, ত্রিপুরার আমাদের বোন এবং ভাইয়েরা এই কঠিন সময়ে লড়াই করার জন্য মোদী সরকারকে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখবে।”
প্রসঙ্গত, প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরায়। চার দিনে মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। রাজ্যের বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির কারণে ধস নেমে একই সঙ্গে দুই পরিবারের সাত জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা এবং শিশুরাও। বৃষ্টি থামার লক্ষণ দেখা যাচ্ছে না। মৌসম ভবন জানিয়েছে, ত্রিপুরার বিস্তীর্ণ অংশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি চলবে। আটটি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।