আমাদের ভারত, ৯ জানুয়ারি: “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি ব্যর্থতার মধ্যে সবচেয়ে বড়টি হল বাল্যবিবাহ নিয়ন্ত্রণে তাঁর অক্ষমতা।” মঙ্গলবার এই মন্তব্য করেছেন এ রাজ্যে বিজেপি-র সহ তত্বাবধায়ক অমিত মালব্য।
অমিতবাবু একটি ইংরেজি সাময়িকীতে এই বিষয়ে প্রকাশিত নিবন্ধ যুক্ত করে লিখেছেন, “মেয়েদের শিক্ষার জন্য নগদ প্রদান সহ কিছুই কাজ করছে বলে মনে হচ্ছে না। বাল্যবিবাহ এবং দুর্বল মাতৃস্বাস্থ্যের মধ্যেও যোগসূত্র রয়েছে। টিএমসি পশ্চিমবঙ্গকে একটি অন্ধকার অঞ্চলে ঠেলে দিচ্ছে।”
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বাল্যবিবাহের হার উদ্বেগজনক। ভারতে যেখানে বাল্যবিবাহের জাতীয় গড় হার ২৩.৩ শতাংশ, সেখানে বাংলায় সেই পরিসংখ্যান ৪১.৬ শতাংশ! পঞ্চম জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা (২০১৯-২১) অনুযায়ী বাংলার কোনও কোনও জেলায় এই বিবাহের হার ৫০ শতাংশ ছুঁয়েছে। চতুর্থ সমীক্ষার থেকে রাজ্যে গড় নাবালিকা বিবাহের হারের হেরফের হয়নি। বাল্যবিবাহ প্রতিরোধে রাজ্য সরকারের নানা প্রকল্প সত্ত্বেও এই পরিসংখ্যানে কোনও পরিবর্তন আসেনি।

