আমাদের ভারত, ১১ মার্চ: “স্পষ্টতই, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ধ্বংস করতে নেমেছেন।” বিজেপি-র তরফে পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য এই মন্তব্য করলেন। তিনি অভিযোগ করেছেন, মালদা দক্ষিণের তৃণমূল
প্রার্থী ভারত বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল।
অমিতবাবু সোমবার এক্স হ্যান্ডলে লিখেছেন,
“মমতা বন্দ্যোপাধ্যায় শাহনওয়াজ আলী রায়হানকে একটি সীমান্ত আসন মালদা দক্ষিণ থেকে প্রার্থী করেছেন। তিনি একজন ইসলাম ধর্মান্ধ। তিনি স্পষ্টতই অক্সফোর্ডে গিয়েছিলেন কিন্তু দুই পৃষ্ঠার নাগরিকত্ব সংশোধনী আইন পড়তে এবং বুঝতে পারছেন না।
রায়হান হল ‘জোর সে বোলো আজাদি/হাম কেয়া চাহতে আজাদি’ ধরনের, যারা ভারত বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল। অক্সফোর্ডে থাকাকালীন, বিদেশী মিডিয়াতে সিএএ সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছিল। আইনটিকে বর্ণবাদী এবং মুসলিম বিরোধী বলেছিলেন। দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী জামিয়ার ছাত্রদের নাগরিকত্ব প্রমাণ করতে বলেছেন। অক্সফোর্ডে তাঁর গবেষণার বিষয় ছিল ‘বিটুইন মার্কস এবং মুহাম্মদ: বাংলায় মুসলমান এবং কমিউনিজম’।”