জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ আগস্ট: সাত দিন ধরে প্লাবিত এলাকায় ঘর বন্দি হয়ে রয়েছেন ঘাটালের সুন্দরপুর গ্রামের টোটো চালক কাজি আমিন উল্লাহ। তিনি ঘাটালের কাজিরহাট- বরোদা রুটে টোটো চালান। কিন্তু গত শুক্রবার থেকে ঘাটালের সুন্দরপুর এলাকা শিলাবতী নদীর জলে ডুবে থাকায় এই কদিন টোটো নিয়ে বের হতে পারেননি। ফলে রুজি রোজগারে টান পড়ে সংসারে আর্থিক সঙ্কট দেখা দেয়। দিনের পর দিন সংসারে চলা অনটন সহ্য করতে না পেরে তিনি প্লাবিত না হওয়া তার টোটো রুটে টোটো খানা চালানোর উদ্যোগ নেন।

কিন্তু ওই রুটে বাড়ি থেকে টোটো নিয়ে যাওয়ার জন্য প্রায় এক কিলোমিটার জলমগ্ন এলাকা পেরতে হবে। তাই তিনি তাঁর ছয় জন পরিচিত বন্ধু স্থানীয় যুবককে ডেকে আনেন। মাঝে মধ্যে যারা তাঁর টোটোতে চেপে বিভিন্ন জায়গায় যেতেন। এরপর তারাই তাদের ঘাড়ে চাপিয়ে কাজী আমিনুল উল্লাহর টোটো খানা জলমগ্ন এলাকা পের করে কাজিরহাট-বরদা রুটে পৌঁছে দেন। আজ বৃহস্পতিবার লকডাউন চলার কারণে বন্ধ থাকলেও আগামীকাল থেকে ফের যথারীতি রুজি রোজগারের মুখ দেখবেন আমিন উল্লাহ।

